একটি জরুরী বার্তা
2025-08-13 19:26:12 || Published By Khukon (Aminur Rahman)Details :-
আমাদের স্টাফ ইন্ডিয়া অফিসে যারা কাজ করতে এসেছেনে সবাই একেকজন গ্রাজুয়েট। তাই এখানে কাউকে ভদ্রতা, পরিস্কার-পরিছন্নতা এবং অন্যের জিনিস না বলে খাওয়া বা ব্যবহার করা এগুলা শিখিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু দু:ভাগ্যজনক হলেও সত্য আমরা দেখতে পাচ্ছি অনেকের মধ্যে এই সমস্যাগুলো বিরাজমান। কিছুদিন পূর্বে সকালের শিফটের একজনে ছাতা মিসিং অফিস থেকে। গতকাল দুপুরের শিফটের একজনের ছাতা নাই। আবার আরেকজনের ছাতা ভেঙ্গে ফেলা হয়েছে ! কেন এমনটা হচ্ছে? এই প্রশ্নগুলো আমরা কার কাছে করবো ?? দয়া করে অন্যের জিনিস ব্যবহার হতে বিরত থাকুন। একান্ত প্রয়োজনে ব্যবহার করতে হলে অনুমতি নিন। সবাই ভালো থাকুন।
Keypoint :-
Leave a comment
Comments