কিছু বিষয়ে সতর্কতা
2025-02-28 19:03:02 || Published By Khukon (Aminur Rahman)Details :-
প্রিয় সহকর্মীবৃন্দ,
আপনাদের বার বার বলা সত্বেও আপনারা অন্যজনের কাপ, প্লেট ব্যবহার করছেন। বিষয়টা পীড়াদায়ক। আশা করছি এই বিষয়ে সর্তক হবেন। বলে রাখা ভালো, অন্যের ব্যবহৃত জিনিস ব্যবহারে হেপাটাইটিস রোগ বা যেকোন ভাইরাসে আক্রান্ত হতে পারেন। আমরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করি।
যাহোক, চা নিয়ে ছাদ কিংবা ব্যালকনিতে যাবেন ভাল কথা, কিন্তু মেঝেতে চা ফেলে যাওয়াটা নিশ্চয়ই সুন্দর দেখায় না। এখানে পিছলে পড়ে কারো কোন ক্ষতি হলে অব্যশই আপনি দায়ী হবেন। এই ব্যপারে আপনাদের আরো সতর্ক হওয়া উচিত বলে মনে করি।
.
আসছে পবিত্র রামাদন মাস ; সংযমের মাস। এই মাসে অফিসে যারা ইফতার করবেন তারা দয়া করে আপনাদের ইফতার খাওয়ার পর অবশ্যই সবকিছু ধৌত করে সুন্দর করে রাখবেন। কোন কিছু যাতে মেঝেতে না পড়ে সেটার ব্যপারে সতর্ক থাকবেন। আপনাদের অনাগত দিনগুলো আরো সুন্দর হোক সেই কামনা করি। সবাইকে মাহে রামাদানের শুভেচ্ছা।
Keypoint :-
অন্যের জিনিস ব্যবহার না করা।
মেঝেতে চা না ফেলা
ইফতারে সতর্ক থাকা
Leave a comment
Comments